✨ রেডিমেড ফিচার — React দিয়ে করা
সার্চ করা ডাটা, পেজিনেশন করে দেখাও
Search Feature with Pagination

আমাদের চাওয়া,

১। এখানে আমাদের প্রথমত টার্গেট, ইউজার সবার শেষে যে ক্যারেকটার টাইপ করে থেমে যায়, তখন পুরো স্ট্রিং (মানে ইউজারের শেষে 'o' লেখার পর 'Hello' হয়) এর জন্য যে রেন্সপন্স আসবে তা UI এ দেখানো।

২। প্রতি কি স্ট্রোকে আমাদের API কল করার দরকার নাই। যখন ইউজার ৫০০ মিলিসেকন্ড থেমে যাবে, তখনই আমরা API কল করব। যেটাকে আমরা Debounce System বলি।

দেখুন, 'গিটহাব ইউজার সার্চের API' আপনাকে কত নম্বারে দেখায়?