LWS এর হাতেকলমে প্রজেক্ট
lws-project-4-Weather-dashboard
Before Coding

আমরা কি তৈরি করব? (ফিচার) - ইন্ডগোল কি? কম্পোনেন্ট স্ট্রাকচার? মাইন্ড Mapping

  1. আমরা কি ডেভেলপ করব?
  • একটি ওয়েদার ড্যাশবোর্ড
  • Browser API থেকে লোকেশন কালেক্ট করে, সেই শহর দিয়ে API কল
  • তাপমাত্রা কি
  • লোকাল টাইম
  • Maximum Tempreture
  • Minimum Tempreture
  • কি ধরনের আবহাওয়া (Claimate: MIST)
  • Homadity
  • Cloudy
  • Wind
  • Daynamic Background Change
  • Favorite Toggle (ক্লিক করলে ফ্যাবারিট লোকেশনে এড হবে)
  • সার্চ লোকেশন (যে কোনো শহরের আবহাওয়া জানতে পারব)
  • ফেবারিট লোকেশন থেকে শহরের ক্লিক করলে সেই শহরের লেটেস্ট আবহাওয়া জানতে পারি

কোড করার আগে আমরা ভাবব- ১। কম্পোনেন্ট নিয়ে ভাবা (কম্পোনেন্টগুলো ভাংবো, প্রোভাইডেড UI থেকে) ২। মাইন্ড Mapping ৩। ডাটা পাসিং স্ট্রাটেজি

১। কম্পোনেন্ট আর্কিটেকচার

প্রোভাইডেড UI থেকে কম্পোনেন্টগুলোকে ভেংগে নিব।

২। মাইন্ড Map

৩। ডাটা পাসিং

ki use hobe context API hooks custom hooks