🔥 Before Start Coding
১. Project Scope ঠিক করা
- App টির উদ্দেশ্য/লক্ষ্য কী? (উদাহরণ: Movie Portal - মুভি দেখতে, রেটিং দিতে, সার্চ করতে ইত্যাদি)
- Target User কে?
২. Features List তৈরি করা
- তাপস ভাই এই ভিডিতে বলেছেন, কি কি ফিচার থাকবে সিনে রেন্টাল/মুভি পোর্টাল অ্যাপে।
-
প্রাথমিক ভাবে কি কি ফিচার থাকবে লিস্ট করা।
- মুভি লিস্ট রেন্ডার করা, এবং মুভি কার্ডে প্রত্যেকটা মুভির বিস্তারিত দেখানোন যেমন- মুভির ফটো, রেটিং, মুভি ক্যাটাগরি, কার্ট বাটনে প্রাইস দেখানো।
- যেকোনো একটি মুভি কার্ডে ক্লিক করলে ডিটেইলস মডাল পপ করে মুভিটির বিস্তারিত তথ্য দেখানো।
- কার্ট বাটনে ক্লিক করলে মুভিটি কার্টে যুক্ত হবে। কার্ট +১ হবে এবং কার্টে ক্লিক করে ঐ মুভির প্রাইস, ফটো ও নাম কার্টে শো করবে। অলরেডি যুক্ত থাকলে ইউজারকে ওয়ার্নিং দিবে।
- কার্টের মধ্যে ফিচার থাকবে মুভি রিমুভ করার। সব মুভি রিমুভ করলে কার্ট খালি মেসেজ দেখাবে।
(Example: Movie Search, Watchlist Add, Review System, User Login)
৩. UI/UX Design তৈরি করা
- Sketch করুন বা ফিগমা/কোনো টুল দিয়ে Full UI Design বানান।
- নিজে পারেন, না পারলে UX Designer এর সাহায্য নিন।
এই এপ্লিকেশনের ডিজাইন-
১। Movie Portal Homepage

২। Movie Portal Movie Details Modal

৩। Movie Portal Cart

৪। Theme Switch UI

৪. Break Down your sketch UI (Component Break Down)
- UI দেখে সিদ্ধান্ত নিন কোন কোন অংশ আলাদা কম্পোনেন্ট হবে।
(Example: Header, Footer, MovieCard, SearchBar, Sidebar)
Break Down your sketch UI

তাপস ভাই, নিচের ভিডিওতে দেখিয়েছেন- কিভাবে UI breakdown করতে হয়। ,
৫. Component Hierarchy তৈরি করা
ccomponent hierarchy মানে কোন কম্পোনেন্টের ভিতর কোনটা থাকবে সেটা ঠিক করা।

- কোন কম্পোনেন্টের ভিতর কোনটা থাকবে সেটা Tree আকারে সাজান। (Example: App → Header, Main → Sidebar, MovieList → MovieCard)
তাপস ভাই, নিচের ভিডিওতে দেখিয়েছেন- কিভাবে Component Hierarchy তৈরি করতে হয়।
৬. Data Passing / Structure / State Planning করা
- কোন Data গুলো কোন কম্পোনেন্টের দরকার হবে ঠিক করুন।
- কোন কম্পোনেন্টে কোন State থাকবে বা Global State লাগবে কি না ঠিক করুন।
(Example: Movies List, Selected Movie Details, User Authentication State)
MovieData Passing Problem to Cart Details

৭. Routes Planning করা (যদি Routing লাগে)
- কোন পেজে কি থাকবে সেটার Map তৈরি করুন।
(Example:/movies
,/movies/:id
,/login
)
৮. Folder Structure Plan করা
- প্রজেক্টের ফোল্ডার কিভাবে সাজাবেন সেটা আগে ঠিক করুন।
(Example: components/, pages/, services/, hooks/, utils/ ইত্যাদি)
⚡ Bonus Tips:
- Version Control: Git ব্যবহার করুন। প্রতিটি বড় পরিবর্তনের আগে commit করুন।
- Documentation: কোডের সাথে সাথে ডকুমেন্টেশন রাখুন।
(Example: README.md, comments in code)